ছাতকে দপ্তরির হামলায় প্রধান শিক্ষক আহত

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মে ২৩, ২০২৪

 

ছাতকে দপ্তরী কাম নৈশ প্রহরীর হামলায় গুরুতর আহত হয়েছেন এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক শংকরী রানী দে দপ্তরী কাম নৈশ প্রহরী রুবেল মিয়াকে বিদ্যালয় পরিষ্কারের কথা বলেন। ওই সময় বিদ্যালয় পরিষ্কার করা তার কাজ নয় বলে ক্ষিপ্ত হয়ে তিনি প্রধান শিক্ষকের দিকে তেড়ে আসে্ন।

এক পর্যায়ে রুবেল মিয়া প্রধান শিক্ষক শংকরী রানীকে চেয়ার দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলে উপস্থিত দুইজন শিক্ষক তার হাত থেকে চেয়ার কেড়ে নিলে তিনি লোহার রড় দিয়ে প্রধান শিক্ষক শংকরী রানী দে’র মাথায় আঘাত করলে তিনি গুরুতরভাবে আহত হোন।

পরে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও স্থানীয়দের সহযোগিতায় আহত শংকরী রানীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দপ্তরী কাম নৈশ প্রহরী রুবেল মিয়া ভাতগাঁও গ্রামের মো. কাচা মিয়ার পুত্র।

অভিযোগ উঠেছে, দপ্তরী কাম নৈশ প্রহরী রুবেল মিয়া স্থানীয় হওয়ার সুবাদে তার উপর অর্পিত দায়িত্ব প্রায়ই তিনি ফাঁকি দিয়ে থাকেন। দায়িত্ব পালন না করেই বেতন-ভাতা ভোগ করে আসছে্ন। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে তার প্রায়ই বিরোধ দেখা দিতো।

এদিকে, এ ঘটনায় উপজেলার গোটা শিক্ষক সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। উপজেলার চেচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চন্দন পাল জানান, বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সিংগের কাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম খান জানান, এ ঘটনায় প্রধান শিক্ষক আহত শংকরী রানী দে আইনের আশ্রয় নিবেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তাফা মুন্না বলেন, বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সিলেট/আবির