লোৎসে চূড়ায় প্রথম বাংলাদেশি বাবর আলী The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, মে ২১, ২০২৪ প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্টের লাগোয়া বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করলেন পর্বতারোহী বাবর আলী। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে তিনি এ চূড়ায় পৌছান। দুটি আগে তিনি পঞ্চম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন। এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে দু’টি আট হাজারি শৃঙ্গে চড়ার রেকর্ডও গড়েছেন তিনি। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এ তথ্য নিশ্চিত করে ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে আজ লিখিত হলো অভূতপূর্ব ও রোমাঞ্চকর এক অধ্যায়। আর লেখক আমাদের স্বপ্ন সারথি-বাবর আলী।…এটিই এই বাংলাদেশের কোনো সন্তানের প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দুইটি ৮ হাজারি শৃঙ্গ সামিট। বাবর এখন নেমে আসা শুরু করেছে। বেসক্যাম্পে পৌঁছালেই হবে মূল উৎসব’। ১১ বছর পর কোনো বাংলাদেশি হিসেবে বাবর মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে সেখানে বাংলাদেশের পতাকা ওড়ান রোববার। হিমালয়ের শীতিধার এ চূড়া জয়ের জন্য তিনি রওনা দিয়েছিলেন ১ এপ্রিল। চূড়াটি পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট ওপরে। জাতীয়/আবির SHARES জাতীয় বিষয়: