২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩ মে চট্টগ্রামে প্রথম ম্যাচে মাঠে নামবে এই দু’দল। মঙ্গলবার (৩০ এপ্রিল) সিরিজকে সামনে রেখে এক বিবৃতিতে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ। ওয়েস্টার্ন স্ট্যান্ড ২০০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা। এছাড়া ক্লাব হাউজ ৫০০ ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা। অন্যদিকে রুফটপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা। সাগরিকা টিকেট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম থেকে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন টিকিট সংগ্রহ করতে পারবে দর্শকরা। খেলা/আবির SHARES খেলাধুলা বিষয়: