মদন মোহন কলেজ তারাপুর ক্যাম্পাসের আয়োজনে ইফতার বিতরণ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৪ পবিত্র মাহে রমজান ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মদন মোহন কলেজ তারাপুর ক্যাম্পাস শিক্ষার্থীদের ব্যবস্হাপনায় নিজস্ব অর্থায়নে গরিব ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে তারা। ২৬ মার্চ (মঙ্গলবার), দুপুরে নগরীর পাঠানটুলা পয়েন্টে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে.এম মাহমুদুল হাসান সানি। আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা তারেক আহমদ, হিমেল দাস রিকি, মালেক আহমদ, শুভ তরাত, আফজল হোসেন, সৈয়দ তায়েফ আহমদ, প্রণোজিৎ দেবনাথ, সাজ্জাদ আহমদ, অনিক দেবনাথসহ প্রমুখ। মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা মো: ফাহিম হোসেন জানায়, আজ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। আর ‘পবিত্র রমজান সংযমের মাস। এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতার ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের। শিক্ষার্থীরা সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবে।’ উক্ত ইফতার বিতরণ অনুষ্টানটি আয়োজনে সহায়তা করেন, মদন মোহন কলেজ তারাপুর ক্যাম্পাস ছাত্রলীগ নেতা রাহুল শুক্ল বৈদ্য, মো: ফাহিম হোসেন এবং সাধারণ শিক্ষার্থী তাপস, ছাব্বির, জাকারিয়া ফাহিম, হাসান বান্না, ইফতেখার হোসাইন, মোহিত আহমদ, আলভী,বর্ণিল চক্রবর্তী, সুব্রত, রিদম দাস, সালমান উছামা, ইব্রাহিম, রাহিম উদ্দিন, আরমান, আকাশ, মাহদি, মাহদি হাসান, আরাফাত, আনান প্রমুখ সহ আরো অনেকেই । সিলেট সংবাদ SHARES সারা দেশ বিষয়: