প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৪ তীব্র শীত ও দেশের অনেক জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় বিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, চলমান শৈত্যপ্রবাহের কারণে সারা দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে সকাল ১০টায়। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। এছাড়া যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনাও বহাল থাকবে। শিক্ষাঙ্গন/আবির SHARES শিক্ষাঙ্গন বিষয়: