মোহনগঞ্জ মহিলা কলেজে ভোট দিয়েছেন প্রধান বিচারপতি The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে রোববার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ভোট দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় তার স্ত্রী নাফিসা বানুও ভোট দেন। পরে প্রধান বিচারপতি বলেছেন, ভোটের পরিবেশ ভালো। ভোটাধিকার প্রয়োগ প্রতিটি নাগরিকের দায়িত্ব। আশা করছি, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবেন। জানা গেছে, প্রধান বিচারপতির ছোট ভাই সাবেক সচিব সাজ্জাদুল হাসান নেত্রকোনা- ৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী। নির্বাচন/আবির SHARES রাজনীতি বিষয়: