যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের জনবহুল শহর লাস ভেগাসে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে তিনজন যাদের অবস্থা আশঙ্কানক। স্থানীয় সময় শুক্রবার (০১ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটার দিকে লাস ভেগাস শহরের পূর্ব দিকে গোলাগুলির ঘটনা ঘটে। তিনি বলেন, সেই ঘটনায় একজন নিহত হয়েছেন।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লাস ভেগাসে পাঁচজনকে গুলি করা হয়েছে। এরমধ্যে দুজন নিহত হয়েছেন এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন আগেই লস অ্যাঞ্জেলেসেও তিনজনকে একইভাবে গুলি করেছে বন্দুকধারীরা। ঠিক একইভাবে লাস ভেগাসেও গুলি চালানো হয়েছে।

লস অ্যাঞ্জেলেস ও লাস ভেগাসের এই ঘটনার মিল খুঁজতে গিয়ে পুলিশ বলেন, এই দুটি ঘটনার মিল থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাই আগেই বলা যাচ্ছে না, ঘটনা দুটি সম্পর্কিত কি না। তিনি বলেন, যদি তদন্তে ঘটনা দুটি মিলে যায় তবে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

আন্তর্জাতিক/আবির