সুনামগঞ্জ-২ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ডক্টর সামছুল হক চৌধুরী The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৩ স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিরাই-শাল্লা উপজেলা নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ আসন সুনামগঞ্জ-২ এ দলীয় মনোনয়ন পেয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। তবে এ আসনে দলের মনোনয়ন চাওয়া বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা ডক্টর সামছুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার নির্দেশনা আওয়ামী লীগ সভাপতির। বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার কোনো ঘোষণা না দেওয়ায় প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন ডক্টর সামছুল হক চৌধুরী। তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে নির্বাচনে অংশ নিচ্ছি। নৌকার বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে নির্বাচন করছি।’ এ ব্যাপারে সামছুল হক চৌধুরীর বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক নির্বাচনী মাঠে প্রার্থী হিসাবে সরব থাকব ডক্টর সামছুল হক চৌধুরী। আমি দলীয় মনোনয়ন না পেয়ে সুনামগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দিরাই-শাল্লাবাসীর আন্তরিক সহযোগীতা, পরামর্শ এবং সমর্থন কামনা করেন। তিনি আরো বলেন, ‘ভোটের মাধ্যমে জনগণ বুঝিয়ে দেবে সত্যিকারের নেতা কে। দীর্ঘদিন ধরে আমি জাতির পিতার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছি। মূলত আমি দিরাই-শাল্লা’র জনগণের ইচ্ছায়ই রাজনীতি করি। জনগণের অকুণ্ঠ সমর্থনও আমার রাজনীতির একমাত্র শক্তি। জনগণ সেটা ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে বলে আশা করি।’ প্রসঙ্গত, ডক্টর সামছুল হক চৌধুরীর পক্ষে দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন সাহেবের নিকট থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন ডক্টর সামছুল হক চৌধুরীর পক্ষে তাঁহার নেতা কর্মীরা। সিলেট/আবির SHARES রাজনীতি বিষয়: