ডোনাল্ড লুর চিঠির জবাব দিলো আওয়ামী লীগ

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার (১৭ নভেম্বর) চিঠির জবাব দেয় দলটি। দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত এমপি ঢাকার মার্কিন দূতাবাসের আ্যকটিং ডেপুটি চিফ অব মিশন মি. আর্টুরো হাইন্স এর কাছে চিঠি হস্তান্তর করেন।

ডোনাল্ড লুর পক্ষে পিটার হাস আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে চিঠিটি পৌঁছে দেন। এর আগে ১৩ নভেম্বর ডোনাল্ড লুর পক্ষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে চিঠিটি পৌঁছে দেন। পরবর্তীতে কাদের সাংবাদিকদের জানান, যথাসময়ে চিঠির উত্তর দেওয়া হবে।

রাজনীতি/আবির