২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩৫৮ মি.মি. বৃষ্টিপাত সিলেটে The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩ গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল সিলেটে। আজ সকাল ৬টা পর্যন্ত সেখানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৫৮ মিলিমিটার। এ ছাড়া দেশের উল্লেখযোগ্য বৃষ্টিপাতের মধ্যে নিকলিতে ২৬১, ঢাকায় ১২৫, কক্সবাজারে ৯০, নেত্রকোনায় ৬২, মোংলায় ৫৮, শ্রীমঙ্গলে ৫০, মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আজকের বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এ ছাড়া তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ৩৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়া। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে ২৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: