গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট: ইসি আলমগীর The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘নির্বাচন নিয়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট। জনগণ ও ভোটাররা সন্তুষ্ট। প্রার্থীরা সন্তুষ্ট। আপনাদের প্রতিনিধিরা (সাংবাদিক) সন্তুষ্ট। গণমাধ্যমেই তারা এ প্রতিক্রিয়া দিয়েছেন।’ বৃহস্পতিবার (২৫ মে) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ইসি বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সব প্রার্থীর কাছে গ্রহণযোগ্য হয়েছে।’ এদিন সকাল ৮টায় দেশের সবচেয়ে বড় এ সিটি করপোরেশনের ৪৮০টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। বড় কোনো গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয় বিকাল ৪টায়। এক প্রশ্নের জবাবে আলমগীর বলেন, কত ভোট পড়েছে সে ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য এখনো তারা পাননি। তবে তাদের অনুমান যে ভোটার ৫০ শতাংশের কম হবে না। রাজনীতি/আবির SHARES রাজনীতি বিষয়: