কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী প্রয়াত The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মে ১২, ২০২৩ দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন কল্যাণী কাজী। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত বিশিষ্ট নজরুলগীতি শিল্পী কল্যাণী কাজী শুধু সঙ্গীতশিল্পীই নন, তিনি ছিলেন কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ। নজরুলের পুত্র কাজী অনিরুদ্ধের স্ত্রী ছিলেন কল্যাণী। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন কল্যাণী কাজী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। ভারতের পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাঁকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। কল্যাণী কাজীর প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ দুই বাংলার সাংস্কৃতিক মহল। সারাদেশ/আবির SHARES সারা দেশ বিষয়: