অবশেষে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মে ১২, ২০২৩ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে মুক্তি পেলো বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘পাঠান’। শুক্রবার (১২ মে) দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় স্পাই থ্রিলার সিনেমাটি আমদানি করেছে ঢাকার পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, ৪১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘পাঠান’। মুক্তির প্রথম সপ্তাহে ২০৬টি শো প্রদর্শিত হবে। গত ২২ মার্চ অ্যামাজন প্রাইমে মুক্তির পর শাহরুখ খানের ভক্তদের অনেকেই নানা মাধ্যমে সিনেমাটি দেখেছেন। তারপরও ঢাকার প্রেক্ষাগৃহে টিকিট কাটতে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা, শ্যামলীসহ বেশির ভাগ সিনেমা হলেই অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ এপ্রিল সাফটার আওতায় নতুন করে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার। ‘পাঠান’ সিনেমার বিপরীতে ভারতে রপ্তানি করা হয়েছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সিনেমা ‘পাঙ্কু জামাই’। সাফটার আওতায় এই বছর পরীক্ষামূলকভাবে উপমহাদেশীয় ১০টি সিনেমা আনতে পারবেন আমদানিকারকেরা। ২০১৮ সালে সর্বশেষ ‘জিরো’ সিনেমায় দেখা যায় শাহরুখ খানকে। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই সিনেমা। এরপরই আড়ালে চলে যান শাহরুখ খান। দীর্ঘ বিরতি পর চলতি বছরে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা দেন কিং খান। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলে সিনেমাটি। শাহরুখের রাজকীয় প্রত্যাবর্তন মুগ্ধ করেছে দর্শকদের। ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় মুক্তি পেয়েছিল ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌর। বিনোদন/আবির SHARES বিনোদন বিষয়: