সুদান থেকে দেশে ফিরলো আরও ২৩৯ বাংলাদেশি The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মে ১২, ২০২৩ যুদ্ধকবলিত সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে আরও ২৩৯ জন বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরলেন। এর আগে বৃহস্পতিবার সকালে ৫১ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। গত ৮ মে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সুদান থেকে জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৫ বাংলাদেশি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ। সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়। বিদেশ জীবন/আবির SHARES সারা দেশ বিষয়: