গহনা কম দেওয়ায় বিয়ে ভাঙলেন কনে!

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৩

পণের যৌতুক না পেয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে চলে যাওয়া বা বিয়ে ভেঙে দেয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। বেশির ভাগ ক্ষেত্রেই এমন ঘটনা ঘটে বরপক্ষের পক্ষ থেকে। এবার ঘটনা ঘটলো উলটো।

বরের বাড়ি থেকে দেয়া গয়নার পরিমাণ দেখে ক্ষুব্ধ কনে মাঝপথেই ভাঙলেন বিয়ে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, উত্তরপ্রদেশের কানপুর দেহাত অঞ্চলের এক তরুণের সঙ্গে মানপুরের বাসিন্দা ওই তরুণীর বিয়ে ঠিক হয়। ঘটনার দিন সকাল থেকেই আচার-অনুষ্ঠান মেনে চলছিল বিয়ের কাজ। বরসহ বরযাত্রীরা সময় মতো বিয়ের আসরে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু গোলমাল শুরু হলো মালাবদলের আগে।

হিন্দু বিয়ের রীতি অনুযায়ী, বিয়ের সময় বরের বাড়ি থেকে কনেকে শাড়ি, গয়না দেয়ার কথা। সব কিছুই ছিল। কিন্তু গয়নার পরিমাণ ছিল একটু কম, তা দেখেই চটে গেলেন কনে। বিয়ের অনুষ্ঠান ছেড়ে মাঝপথে নিজেই বিয়ে ভাঙলেন কনে।

পুলিশ জানায়, শুধু কনে নয়, কনেকে দেয়া গয়নার বহর দেখে ক্ষুব্ধ তার পরিবারের সকলেই পাত্রপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় আসেন। দীর্ঘ আলাপ-আলোচনার পর দু’পক্ষই বিয়ে ভাঙার সিদ্ধান্ত মেনে নেন।

আন্তর্জাতিক/আবির