বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে মুরারিচাঁদ কবিতা পরিষদ’র পুষ্পস্তবক অর্পণ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩ মইনুল হাসান আবির, স্টাফ রিপোর্টার: জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন মুরারিচাঁদ কবিতা পরিষদ’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জের এক প্রত্যন্ত অঞ্চলের ছায়া সুনিবিড় ছোট্ট একটি গ্রামের নাম টুঙ্গীপাড়া। গ্রামটির কোল বেয়ে বয়ে যাওয়া মধুমতী নদী। এই গ্রামেই ১৯২০-র ১৭ মার্চ জন্মেছিল এক শিশু। ছোটবেলায় বাবা-মা আদর করে তাকে ডাকতেন খোকা বলে। ছোট্ট গ্রামের এ ছোট্ট খোকা একদিন হলেন বাঙালির বড় নেতা শেখ মুজিবুর রহমান। অবশ্য নামটি রেখেছিলেন তাঁর মাতামহ। আর শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু; এবং সব শেষে জাতির জনক—স্বাধীন বাংলাদেশের স্থপতি। শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯:০০ টায় এম. সি কলেজের মেইন ফটক প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এম. সি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর আশরাফুল কবির, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ তৌফিক এজদানী চৌধুরী এবং বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ ও সংগঠনসমূহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজের জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন প্রফেসর আশরাফুল কবির, জনাব মোঃ তৌফিক এজদানী চৌধুরী । মুরারিচাঁদ কবিতা পরিষদ‘র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন মুরারিচাঁদ কবিতা পরিষদের সাধারন সম্পাদক হাসানাত জাহান সুমনা, সাংগঠনিক সম্পাদক মইনুল হাসান আবির, অর্থ সম্পাদক রিংকু সরকার, মুকপের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জনাব সুনীল ইন্দু অধিকারী (সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ), জনাব ফৌজিয়া আজিজ (সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ)। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইভা সিদ্দিকী, সিজান শেখ, লিমা তালুকদার, উদয়, সেলিম আহমেদ এবং নাঈমুল ইসলাম গুলজার। এদিকে একে একে মুরারিচাঁদ কলেজের বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। SHARES শিক্ষাঙ্গন বিষয়: