শীতার্ত মানুষের মাঝে ডক্টর সামছুল হক চৌধুরী’র শীতবস্ত্র বিতরণ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৩ স্টাফ রিপোর্ট: সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ে ভাটি বাংলার উন্নয়নের আগামীর কর্ণধার (সুনামগঞ্জ-০২) দিরাই-শাল্লার আসনের নৌকার কান্ডারী সাবেক ছাত্রনেতা ডক্টর সামছুল হক চৌধুরী এর পক্ষ থেকে প্রায় দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। ৪ ফেব্রুয়ারি, শনিবার। সকাল ১১ টায় উক্ত আয়োজন শুরু হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আরিফ মোহাম্মদ দুলাল। ডক্টর সামছুল হক চৌধুরী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। নিজ উদ্যোগে শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে তিনি একথা বলেন। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন- নাছির উদ্দিন এ এস আই শাল্লা থানা, আরও উপস্থিত ছিলেন জালালী পার্টির কেন্দ্রীয় মহাসচিব আনোয়ার চৌধুরী, সিলেট মহানগরশ্রমিক লীগের সহ সভাপতি মোশারফ হোসেন জাকির, আবাবুর রহমান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইসলামী সংঙ্গিত শিল্পী ফজলুর রহমান, মাষ্টার খায়রুল ইসলাম সহকারি শিক্ষক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম , মহিবুর মুন্না, মকবুল হোসেন, আবদুল হালিম, মেহেদী হাসান চৌধুরী, সুলতান রানা যুবলীগ নেতা এবং উবায়দুর মিয়াসহ প্রমুখ। সিলেট/আবির SHARES রাজনীতি বিষয়: