পাঁচ বিশিষ্ট নারী পেলেন ‘রোকেয়া পদক’ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পাঁচ নারীর হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদকপ্রাপ্ত পাঁচ নারী ও তাদের অবদানের ক্ষেত্র হলো— নারী শিক্ষায় ফরিদপুর জেলার রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রাম জেলার প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), নারীর আর্থসামাজিক উন্নয়নে সাতক্ষীরা জেলার ফরিদা ইয়াসমিন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের নড়াইল জেলার ড. আফরোজা পারভীন এবং পল্লি উন্নয়নে ঝিনাইদহ জেলার নাছিমা বেগম। এ সময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। পুরস্কার বিজয়ীদের পক্ষে ড. আফরোজা পারভীন নিজস্ব অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। সিলেট/আবির SHARES জাতীয় বিষয়: