মোস্তাফিজের হাতে প্রথম সাফল্য

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২

 

বোলিংয়ে এসেই সাফল‍্য পেলেন মুস্তাফিজুর রহমান। রেজিস চাকাভাকে ফিরিয়ে ভাঙলেন জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি। স্ট্যাম্প বরাবর ফুলার ডেলিভারিতে উড়িয়ে মেরেছিলেন চাকাভা। টাইমিং ঠিকমতো হয়নি, বল উঠে যায় আকাশে। মিডউইকেটে তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। ১১ বলে ৮ রান করেন তিনি

জিম্বাবুয়েতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে জিম্বাবুয়ে। শনিবার (৩০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচ শুরু হয়।

টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররাটস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা
বাংলাদেশ একাদশ : একাদশে আছেন লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

সিলেট/আবির