ফেনীতে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২২

 

ফেনীতে ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো তিনজন। তাদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের শহরতরীর পাঁচগাছিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

মহিপাল হাইওয়ে থানার ওসি আবদুস সামাদ জানান, এ ঘটনায় অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন আহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট/আবির