করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩১৯ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ৩১৯ জনের করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টায় ৯ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়ে ১৪ দশমিক ৩২ শতাংশ হয়েছে। বন্যায় তলিয়ে গেছে সরাইল-অরুয়াইল সড়কবন্যায় তলিয়ে গেছে সরাইল-অরুয়াইল সড়ক এ নিয়ে দেশে এই পর্যন্ত ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩৫ জন। উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: