বৃষ্টিতে তলানো বাড়িতে বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২২ ভারতের পাহাড়ি ঢলে ডুবে যাওয়া সিলেট-সুনামগঞ্জ জেলার বাসিন্দাদের দুভোর্গের মধ্যেই তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। প্রবল বৃষ্টিতে নগরীর প্রধান সড়কেও বুক সমান পানি। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে প্রাণ গেছে দুজনের। চট্টগ্রামে একটি ভবনের নিচ তলায় উঠে যাওয়া পানির মধ্যে বিদ্যুতায়িত হয়ে তারা মারা গেছেন। সোমবার সকালে কাতালগঞ্জে পাঁচলাইশ থানার আব্দুল্লাহ খান লেনের ‘খান হাউস’ নামে একটি ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— আবু তাহের ও মো. আবুল হোসেন। ৬৫ বছর বয়সি তাহের ছিলেন ওই ভবনের তত্ত্বাবধায়ক। আর আবুল হোসেন (৩৮) ছিলেন তার গাড়িচালক। ওসি নাজিম উদ্দিন মজুমদার বলেন, গত দুদিনের বৃষ্টিতে তিন তলা ভবনের নিচ তলায় পানি উঠে যায়। ভবনের আইপিএস ছিল সিঁড়ির নিচে। সর্তকতা অবলম্বন করে তাহের ও হোসেন আইপিএস এর সংযোগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে রোববার রাতে তুমুল বৃষ্টির সঙ্গে জোয়ার বইল চট্টগ্রাম নগরীর অধিককাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। পতেঙ্গা আবহাওয়া অফিস পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: