সিলেট নগরীতে ‘কবিনগর বার্তা-২০২২ পদক ও গুনীজন সংবর্ধনা’ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২ সিলেট নগরীতে ‘কবিনগর বার্তা-২০২২ পদক ও গুনীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, বলেছেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কবি সাহিত্যিকদের অবদান অপরিসীম। মহান স্বাধীনতার পক্ষে কবিগন তাদের লেখা কবিতার মাধ্যদিয়ে পশ্চিম পাকিস্থানের অত্যাচার ও নির্মমতা ফুটিয়ে তুলেছেন এবং স্বাধীনতা যুদ্ধের মহান যোদ্ধাদেরকে উদ্ভুদ্ধ করে তুলেছেন কবিতার ভাষায়। যেগুলো চিরকাল ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে। গতকাল ১৫ জুন বুধবার বিকেলে কবিনগর বার্তার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমির হলরুমে অয়োজিত ‘পদক ও গুনীজন সংবর্ধনা’ এবং সাইফ উদ্দিন সম্পাদিত সাহিত্যের জলছাপ সরলতা’র মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি কবি আফতাব আল মাহমুদ এর সভাপতিত্বে শুরু হয়। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্নকতা কবি সাইদুর রহমান ভুঞা। বিশেষ অতিথি ছিলেন কবি এনায়েত হাসান মানিক ও কবি নার্গিস আক্তার পপি। মাছুমা টফি একা ও নাঈমুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি নগর বার্তার সম্পাদক ছড়াকার ছাদির হুসাইন। অনুষ্ঠানে গুনীজন সম্মাননা পান স্বচ্ছ ও সৃজনশীল রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক মোঃ জাকির হোসেন, কবি নার্গিস আক্তার পপি, কবি এনায়েত হাসান মানিক, কবি মোঃ সুয়েজ হোসেন। সাহিত্যপদক পান: শাহাদত বখ্ত শাহেদ, মিনহাজ ফয়সল, গোলাম সাদত জুয়েল, দেলোয়ার হোসেন দিলু, ইয়াকুব বখ্ত বাহলুল, সাইফুদ্দিন আহমেদ বাবর, ছয়ফুল আলম পারুল, নিফুফার জাহান, সাহেদ বিপ্লব, সুপদ বিশ্বাস, মুস্তাফিজ সৈয়দ । এবং প্রবাসী কবি হিসেবে লেখক সংবর্ধনা পান- কবি সাইফউদ্দিন আহমেদ বাবর, ইকবাল বাহার সুহেল, সালেহ উদ্দিন তালুকদার সুমন লুৎফুর রহমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছড়াকার ইমতিয়াজ সুলতান ইমরান, মোঃ সুয়েজ হোসেন, জসিম উদ্দিন, আবু তাহের চৌধরী, কাজি হাসান আলী, নান্টু বড়ুয়া, আসাদ সরকার, সাহেদ বিপ্লব, তোফায়েল তালুকদার, মইনুল হাসান আবির, জিয়াউর রহমান জিয়া প্রমুখ। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: