চীনে বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু, তিনজন নিখোঁজ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জুন ৯, ২০২২ চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং তিনজন নিখোঁজ রয়েছেন। গণমাধ্যম সূত্রে জান যায়, এ মাসের শুরু থেকে হুনান প্রদেশে ঝড় আঘাত হেনেছে এবং দেশটির আবহাওয়া দপ্তর ইতিহাসের সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত রেকর্ড করেছে। হুনান প্রদেশে বিশেষ গ্রামীণ ও পার্বত্য অঞ্চলে প্রায় ১৮ লক্ষ মানুষ ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে এই বন্যায়। তাদের মধ্যে ২ লক্ষ ৮৬ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু ২৭০০ টিরও বেশি বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে। যদিও চীন নিয়মিতভাবে গ্রীষ্মের মাসগুলিতে বন্যার সম্মুখীন হয়। বন্যা প্রায়শই মধ্য এবং দক্ষিণ অঞ্চলে হয়ে থাকে। কারণ এই অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সবচেয়ে খারাপ বন্যা ছিল ১৯৯৮ সালে, যখন ২ হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল এবং প্রায় ৩০ লক্ষ বাড়ি ধ্বংস হয়েছিল। যার বেশিরভাগই চীনের সবচেয়ে শক্তিশালী নদী ইয়াংজির ধারে। তবে চীন সরকার বন্যা নিয়ন্ত্রণ এবং জলবিদ্যুৎ প্রকল্পে প্রচুর বিনিয়োগ করেছে। যার উদাহরণ-থ্রি গর্জেস বাঁধ। সূত্র: ওয়াশিংটন পোস্ট সিলেট/আবির SHARES আন্তর্জাতিক বিষয়: