বিএনপির অপপ্রচারের জবাব আ.লীগ কাজের মাধ্যমে দেবে: কাদের

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুন ৭, ২০২২

বিএনপির অপপ্রচারের জবাব আওয়ামী লীগ কাজের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৭ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে, ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অপপ্রচার রোধে সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, যারা ৭ মার্চ, ৭ জুন বিশ্বাস করে না। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়। এসময় অপপ্রচার করে পদ্মা সেতুর উদ্বোধন বানচাল করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সিলেট/আবির