জৈন্তাপুরে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জুন ৬, ২০২২

 

সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এতে আরো ৯ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার চিকনাগুল ইউপির পূর্বসাতজনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পূর্বসাতজনি গ্রামের আব্দুল করিমের ছেলে জুবায়ের আহমদ, তার স্ত্রী মোছা. সুমি বেগম, জুবায়ের আহমদের ছেলে সাফি আহমদ এবং জুবায়ের আহমদের ভাই মাওলানা রফিক আহমদের স্ত্রী মোছা. শামীম আরা বেগম।

আহতরা হলেন আব্দুল করিম, খয়রুন নেছা, মাওলানা রফিক আহমদ, ফাইজা বেগম, লুৎফা বেগম, রাফিউল ইসলাম, শিশু মেহেরুন নেছা এবং হাম্মাদ। আহতরাও সকলে একই পরিবারের সদস্য।

ঘটনার খবর পেয়ে ফায়ার ও জৈন্তাপুর থানা পুলিশ সদস্যরা এসে চারজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এর আগে ঘটনার পরপর এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদেরকে উদ্ধার কাজ শুরু করেন।

জানা গেছে, রোববার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয় জৈন্তাপুরে। সোমবার ভোরে উপজেলার চিকনাগুল ইউপিরর পূর্বসাতজনি এলাকায় টিলা ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। খবর পেয়ে সিলেট সদর ফায়ার সার্ভিস একটি ইউনিট ও জালালাবাদ সেনা নিবাস ফায়ার সার্ভিসের আরেক ইউনিট ও জৈন্তাপুর থানা পুলিশের একটি টিম এলাকাবাসীর সঙ্গে উদ্ধার কাজ শুরু করে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শাহরিয়ার বিন সালেহ, কানাইঘাট সার্কেল সিনিয়র এএসপি মো. আব্দুল করিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।

সিলেট ফায়ার সার্ভিসের উপপরিচালক মনিরুজ্জামান জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত দুটি ইউনিট নিয়ে উদ্ধার কাজ শুরু করি। এ ঘটনায় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো ৯ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় ৪জনকে মৃত উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুরতর আহত ৫ জনসহ ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট/আবির