ইন্দোনেশিয়ায় ফেরিডুবি, নিখোঁজ ১১ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মে ৩০, ২০২২ ইন্দোনেশিয়ায় ফেরিডুবির ঘটনায় এখনও ১১ জন নিখোঁজ রয়েছে। উদ্ধার করা হয়েছে ৩১ জনকে। একজন কর্মকর্তা সোমবার এ কথা জানান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মাকাসার প্রণালীতে বৃহস্পতিবার জ্বালানি তেল ফুরিয়ে গেলে এবং খারাপ আবহাওয়ায় পড়ে একটি ফেরি ডুবে যায়। স্থানীয় উদ্ধার দলের প্রধান জুনাইদি জানান, এ পর্যন্ত ৩১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ১১ জন নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া সকলে ভালো আছেন এবং তারা বাড়ি ফিরে গেছেন বলেও তিনি জানান। তিনি আরও জানান, ফেরি যেখানে ডুবেছে সেখান থেকে আরও ২০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা নিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধার অভিযানে হেলিকপ্টারও মোতায়েন করা হয়। জুনাইদি জানান, নৌযানটির যাত্রী বহন করার কোন অনুমোদন ছিল না। এর ক্যাপ্টেন ও মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রায় ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ায় প্রায়শই নৌ দুর্ঘটনা ঘটে থাকে। সিলেট/আবির SHARES আন্তর্জাতিক বিষয়: