সাকিবের ৫ উইকেট, ৫০৬ রানে থামলো শ্রীলঙ্কা

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, মে ২৬, ২০২২

 

টেস্ট খেলতে নেমেছেন দীর্ঘ প্রায় এক বছর পর। তাও খেলার আগে দুঃসংবাদ, করোনায় আক্রান্ত। এরপর ভাইরাসটি থেকে সুস্থ হয়ে সরাসরি মাঠে নামেন সাকিব আল হাসান। অনুশীলনেরও কোনো সুযোগ পাননি। শতভাগ ফিট না হয়েও খেলেছেন চট্টগ্রাম টেস্ট। নাঈম হাসানের পর দলের সেরা বোলার ছিলেন তিনি। দুই দিন বিরতি দিয়ে আরও একটি টেস্ট খেলতে নামলেন।

আজ (২৬ মে) ঢাকা টেস্টের চতুর্থ দিন শ্রীলঙ্কার প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। এটি টেস্ট ক্যারিয়ারে তার ১৯তম পাঁচ উইকেট শিকার। প্রবীণ জয়াবিক্রমাকে লিটন দাসের হাতে কটবিহাইন্ডে পরিণত করে পাঁচটির কোটা পূর্ণ করেন সাকিব। এর মধ্য দিয়ে লঙ্কানদের ৯ উইকেটের পতন হলো। এর কিছুক্ষণ পর শেষ ব্যাটার হিসেবে আসিথা ফার্নান্দোকেও রানআউটের ফাঁদে ফেলেন তিনি।

অবশেষে ভাঙলো ম্যাথুস-চান্দিমাল জুটিঅবশেষে ভাঙলো ম্যাথুস-চান্দিমাল জুটি
শেষ পর্যন্ত ৫০৬ রানে থেমেছে শ্রীলঙ্কার ইনিংস। ১৪৫ রান করে অপরাজিত থাকেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ১৪১ রানের লিড পেয়েছে তারা। এবাদত হোসেন নিয়েছেন ৪ উইকেট।

সিলেট/আবির