আবদুল মুহিতের মৃত্যুতে ডক্টর সামছুল হক চৌধুরী`র শোক The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, মে ১, ২০২২ স্টাফ রিপোর্ট: সাবেক অর্থমন্ত্রী, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিত মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের কার্যকরী-সভাপতি ডক্টর সামছুল হক চৌধুরী। শনিবার এক শোক বার্তায় ডক্টর সামছুল হক চৌধুরী বলেন, আবুল মাল আবদুল মুহিত ছিলেন সততা ও নিষ্ঠার মূর্ত প্রতীক। বাংলাদেশের উন্নয়নে আবুল মাল আবদুল মুহিতের ভূমিকার কথা জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে আবুল মাল আবদুল মুহিতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর নেওয়া পদক্ষেপ, পরিকল্পনা দেশের উন্নয়ন গতি আগামীতেও পথ দেখাবে। তাঁর জ্ঞানের পরিধি বিস্তৃত। জ্ঞান চর্চা ও কাজের মধ্যে ডুবে থাকতেন তিনি। সফল অর্থমন্ত্রী ও অর্থনীতিবিদ যেমন ছিলেন, তেমনি ছিলেন সততার মূর্ত প্রতীক। শোক বার্তায় মরহুম আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফেরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। প্রসঙ্গত, শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: