ট্রেনের ঈদ টিকিট বিক্রি শুরু, স্টেশনে উপচেপড়া ভিড় The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২ ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। শনিবার সকাল ৮টায় রাজধানীর কমলাপুর, বিমানবন্দর, তেজগাঁও ও ক্যান্টনমেন্ট স্টেশন থেকে টিকিট বিক্রি শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। আজ দেওয়া হচ্ছে ২৭ এপ্রিলের টিকেট। শনিবার সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায় টিকিটের জন্য যাত্রীর উপচেপড়া ভিড়। স্টেশনের ১৬টি কাউন্টারের সামনেই দীর্ঘ লাইন। রেল স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, তারা প্রতিদিন প্রায় ২৭ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এই টিকেটের অর্ধেক স্টেশনের কাউন্টারে এবং বাকি অর্ধেক অনলাইনে বিক্রি হওয়ার কথা। তিনি জানান, যতক্ষণ টিকিট থাকবে, ততক্ষণ যাত্রীরা টিকেট পাবেন। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট দেওয়া হচ্ছে। রাবেয়া নামে এক কর্মজীবী নারী জানান, তিনি রাত ১০ টা থেকে অপেক্ষা করে টিকেট পেয়েছেন রংপুরের। পরিবারের চারজনের টিকেট নিয়েছেন তিনি। সিলেট/আবির SHARES জাতীয় বিষয়: