দেড় বছর ধরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২২

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক গৃহকর্মী তরুণীকে দেড় বছর আটকে রেখে নিয়মিত ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে চন্দন ধর (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ এপ্রিল) রাত ৩টায় মৌলভীবাজারের জগৎসি গ্রামের সুত্র ধর নামক একটি বাড়ি থেকে মৌলভীবাজার সদর থানা পুলিশ ও শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটক চন্দন ধর শহরের অরেঞ্জ ফ্যাশন নামের একটি প্রতিষ্টানের মালিক।

এদিন দুপুরে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ শহরের ষ্টেশন রোডের হিরম্ময় প্লাজার তিন তলার একটি বাসা থেকে ১৭ বছর বয়সি গৃহকর্মীকে হাত-পা বাধা অবস্থায় ওই উদ্ধার করা হয়। এসময় বাসার গৃহিণী সাধনা ধর (৬০) পূর্ণা ধর (৩০) নামে দুই নারীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে মূল অপরাধী চন্দন ধর পালিয়ে যায়।

উদ্ধারের পর মেয়েটি পুলিশকে জানায়, তার বাসা শহরতলীর শাহীবাগ আবাসিক এলাকায়। গত দেড় বছর ধরে শহরের ষ্টেশন রোড়ের হিরম্ময় প্লাজায় ২য় তলার বাসিন্দা ‘অরেঞ্জ ফ্যাশন’র মালিক চন্দন ধর এর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ নেয়। কাজে যোগ দেয়ার কয়েকদিনের মাথায় চন্দন ধর তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এই ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দেড় বছর ধরে তাকে ধর্ষণ করে আসছিল।

শনিবার সকালে চন্দন ধর তাকে আবারও ধর্ষণের চেষ্টা করে। তখন মেয়েটি বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে চন্দন ধর মেয়েটিকে শারীরিক নির্যাতন করে তার হাত-পা বেঁধে একটি ঘরে ফেলে রাখে। পরে মেয়েটির চিৎকার শোনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পুলিশকে খবর দিলে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করে।

সিলেট/আবির