৪৫৩ রানে থামলো দ. আফ্রিকা, তাইজুলের ৬ উইকেট The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২ শেষ ব্যাটার হিসেবে উইলিয়ামসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন মেহেদী হাসান মিরাজ। এটি এই ইনিংসে মিরাজের প্রথম উইকেট। এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থামলো ৪৫৩ রানে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬টি উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। তার সর্বশেষ শিকার হার্মার। প্রোটিয়া এই ব্যাটারকে দারুণ বুদ্ধিমত্তায় স্ট্যাম্পিং করেছেন উইকেটকিপার লিটন দাস। আউট হওয়ার আগে ২৯ রান করেন হার্মার। এরপর স্কোরবোর্ডে আর কোনো রান যোগ হয়নি। অলআউট হয়ে গেছে স্বাগতিকরা। খালেদ আহমেদ নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩টি উইকেট। এই পেসারের শিকার সারেল এরউই, টেম্বা বাভুমা ও কাইল ভেরেইনে। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডিন এলগার ৭০, সারেল এরউই ২৪, কিগান পিটারসেন ৬৪, টেম্বা বাভুমা ৬৭, রায়ান রিকেলটন ৪২, কাইল ভেরেইনে ২২, ওয়াইন মুলদার ৩৩, কেশাভ মহারাজ ৮৪, সিমন হার্মার ২৯ ও উইলিয়ামস ১৩ রান করেন। সিলেটেরকন্ঠ/আবির SHARES খেলাধুলা বিষয়: