ক্যাম্পাস থিয়েটার সিলেট জেলা সংসদ এর আয়োজনে বিশ্ব নাট্য দিবস উদযাপন

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২২

মইনুল হাসান আবির, এম সি কলেজ প্রতিনিধি:
শতাব্দীর পর শতাব্দী ধরে থিয়েটার মানুষকে জুড়ে জুড়ে রাখার অন্যতম শক্তিশালী শিল্পমাধ্যম হিসেবে স্বীকৃত। ২৭ মার্চ বিশ্ব জুড়ে উদযাপিত হয় বিশ্ব থিয়েটার দিবস। চলচ্চিত্রের বিবর্তনের আগে মানুষ নাটককেই বিনোদনের উৎস হিসেবে উপভোগ করত। সমাজকে প্রতিফলিত করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় থিয়েটার। বিশ্ব থিয়েটার দিবস নাটক সংরক্ষণ ও নাটকের প্রচারের জন্য উদযাপিত হয়।

রবিবার, বিকাল ৪ টায় সিলেটে নানান অনুষ্ঠানের মধ্য যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নাট্য দিবস পালন করে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, সিলেট জেলা সংসদ। বর্ণময় শোভাযাত্রা, আলোচনা সভা এবং নাচ, গান, আবৃত্তি ও নাটকের মধ্যে দিয়ে পালন করা হল দিনটি।

এসময় ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সিলেট জেলা সংসদ এর সভাপতি মোহাম্মদ বিলাল উদ্দিনের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাব্বির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সিলেট জেলা সংসদ এর সাধারণ সম্পাদক অসিত বরণ দাশ গুপ্ত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সদস্য রাজিব দে চৌধুরী।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য খালেদ মাসুদ, যুগ্ম সম্পাদক ইয়াকুব আলী,তুষার সরকার অনুষ্ঠান কর্মশালা বিষয়ক সম্পাদক পল্লবী দাস মৌ প্রমুখ। শোভাযাত্রা ও কথামালা শেষ হওয়ার পর থিয়েটার মুরারিচাঁদ প্রদর্শন করে তাদের নাটক “দেশ”।

এ-সময় শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে উপস্থিত দর্শক ও ছোট বন্ধুদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে উঠে উৎসব।

সিলেট/আবির