মালয়েশিয়ায় কর্মী পাঠানো ঝুলে যায়নি: প্রবাসী কল্যাণমন্ত্রী The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২২ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, মালয়েশিয়ার বাজার ঝুলে যায়নি। মালয়েশিয়ার শ্রমবাজার খুললেই দেশের শ্রমিকরা কম খরচে দেশটিতে যাবেন। আলোচনা না হওয়া পর্যন্ত কোনও কিছু বলা সম্ভব না। আমাদের উদ্দেশ্য শ্রমিক; শ্রমিকের স্বার্থের জন্য যা কিছু করা প্রয়োজন সে অনুযায়ী আমি কাজ করবো। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর খিলক্ষেতের লঞ্জনীপাড়া বরুয়াতে বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারের জন্য তারা একটি প্রস্তাব দিয়েছে, আমরাও একটি প্রস্তাব দিয়েছি। আমরা কোনও সিন্ডিকেটের পক্ষে বা বিপক্ষে নই। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালয়েশিয়া শ্রমিক পাঠানোর বিষয়টি ঝুলে যায়নি। স্বচ্ছ-অস্বচ্ছের বিষয়ে কিছু নয়, আমাদের প্রাধান্যের বিষয় হচ্ছে শ্রমিকের স্বার্থ। ২৭ মার্চ আমি প্রধানমন্ত্রীর অন্য একটি দায়িত্বে মালয়েশিয়া যাচ্ছি। আমি চেষ্টা করবো, এই কাজের মধ্যে তাদের সঙ্গে আলোচনা করার। এ সময় উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড মহাপরিচালক হামিদুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ। জাতীয়/আবির SHARES জাতীয় বিষয়: