হ্যাটট্রিক করে ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন রোনালদো

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২২

টটেনহ্যামের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-২ ব্যবধানের জয় এনে দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একই সঙ্গে ফিফা স্বীকৃত প্রতিযোগিতায় ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়লেন সিআরসেভেন।

শতভাগ ফিট নন এই অজুহাতেই নগর প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার সিটির বিপক্ষে এর আগের ম্যাচে রোনালদোকে সাইডবেঞ্চে রেখে ছিলেন কোচ রাফ র‌্যাংনিক। হ্যারি কেন-সনদের বিপক্ষে নিজের জাত চিনিয়ে তাই জবাব দিলেন এ সাবেক মাদ্রিদ তারকা।

ম্যাচের ১২ মিনিটে ডি-বক্সের মুখ থেকে সোজাসুজি দুর্দান্ত এক শটে গোল করেন রোনালদো। এতে ১-০ লিড নেয় রেড ডেভিলরা। হ্যারি কেন ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। পুরনো ঘরে ফেরা রোনালদো ৩৮ মিনিটে আবার গোল করেন।

দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে আত্মঘাতী গোল করে হ্যারি মাগুইরে দলের লিডের স্বস্তি শেষ কর দেন। এরপর ৮১ মিনিটে দারুণ এক হেডে গোল করে দলকে ম্যাচ জেতান রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ঘুরে ওল্ড ট্রাফোর্ডে ফিরে আসা নাম্বার সেভেন।

ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসতে ভেঙেছেন জোসেন বিকানের ৮০৫ গোল করার রেকর্ড। ক্রিস্টিয়ানো রোনালদোর গোল সংখ্যা এখন ৮০৭টি। তালিকায় পরের দুই নাম পেলে (৭৬৫) ও মেসি (৭৪৯)।

খেলা/আবির