জাতীয় সংসদের ১৭তম অধিবেশন ২৮ মার্চ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আগামী শুরু হবে ২৮ মার্চ। ওইদিন বিকেল ৫টায় বসবে অধিবেশন। বৃহস্পতিবার (১০ মার্চ) সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে সপ্তদশ অধিবেশন আহ্বান করেছেন। সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন বসবে। সংবিধানের বিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম এবং বছরের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হয়। জাতীয়/আবির SHARES জাতীয় বিষয়: