বুস্টার ডোজ দিতে বিশেষ ক্যাম্পেইন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সারাদেশের সাধারণ মানুষকে করোনা টিকার বুস্টার ডোজ দিতে বিশেষ ক্যাম্পেইন করবে সরকার। বৃহস্পতিবার (১০ মার্চ) রাজধানীর জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব কিডনি দিবসের আলোচনা সভায় এ তথ্য জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে এখন পর্যন্ত প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ মিলিয়ে প্রায় ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে ১২ কোটি প্রথম ডোজ, সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ এবং ৫০ লাখ বুস্টার ডোজ দেওয়া হয়েছে।’ যাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়া হয়েছে, ছয় মাস পরেই তাদের সবাইকে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জাহিদ মালেক দাবি করেছেন, গত ফেব্রুয়ারিতে এক দিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দিয়েছে সরকার। এটা বিরাট ব্যাপার। টিকা দেওয়ার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের স্থান এখন আট নম্বরে। জাতীয়/আবির SHARES জাতীয় বিষয়: