সিলেটে ৪ ফার্মেসি-প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১

সিলেটে দুই ফার্মেসি ও দুই মিষ্টি বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে শাহপরান এলাকায় আইন অমান্য করায় নিম ফার্মেসি, জুনেদ ফার্মেসি, জান্নাত মিষ্টিঘরকে এক হাজার টাকা করে এবং রসমেলাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি আফসান-আল আলম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

পরে জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।