জামালপুর কারাগার থেকে ১৪ বন্দিকে মুক্তি Administrator Administrator প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০ করোনা প্রতিরোধে কারাগারে বন্দি চাপ কমাতে সরকারের সাধারণ ক্ষমার আওতায় সাজা মওকুফ করে জামালপুর জেলা কারাগার থেকে ১৪ বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে জামালপুর জেলা কারাগার থেকে বিভিন্ন মামলায় লঘু দণ্ডে দণ্ডিত ওই বন্দিদের মুক্তি দেয়া হয়। জেল সুপার মো. মোকলেছুর রহমান জানান, জামালপুর জেলা কারাগার থেকে স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ২৯ জন বন্দির নামের তালিকা কারা মহাপরিদর্শকের দফতরে পাঠানো হয়। দুপুরে ১৪ বন্দিকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। এর আগে গত ২ মে মুক্তি দেয়া হয় দুই বন্দিকে। জামালপুর জেলা কারাগারে ৩৩১ জন বন্দি ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে ৪৮১ জন বন্দি রয়েছেন বলে তিনি জানান। SHARES অপরাধ বিষয়: