ধান বোঝাই অটোরিক্সা উল্টে কিশোর চালক নিহত

প্রকাশিত: ৩:৪৫ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০

ময়মনিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ধান বোঝাই অটোরিকশা উল্টে শান্ত মিয়া (১৫) নামে এক কিশোর চালক ঘটনাস্থলে নিহত হয়েছে।

নিহত শান্ত মিয়া উপজেলার অললী গ্রামের হারুন মিয়ার ছেলে।

শুক্রবার (৮ মে) বিকালে উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের ভুষভুষিয়া গ্রামে এ ঘটনা। 

পুলিশ জানায়, শুক্রবার বিকাল আড়াইটার দিকে অললী গ্রামের হারুন মিয়ার ছেলে অটো চালক শান্ত ধান বোঝাই করে যাওয়ার সময় নিগুয়ারী ইউনিয়নের ভুষভুষিয়া ও বেলদিয়া গ্রামের মধ্যবর্তী খালের সংযোগস্থলে অটোরিকশাটি উল্টে যায় ও শান্ত নিচে ভাঙা কালভার্টের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। 

পাগলা থানার ওসি শাহীনুজ্জামান খান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।