সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ আর নেই Administrator Administrator প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, মে ৮, ২০২০ ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ: ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শামসুদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ছিলেন। শুক্রবার (৮ মে) বিকেল ৫ টায় রাজধানীর গ্রীণ রোডের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। প্রকৌশলী শামসুদ্দিন আহমদ গত সংসদ নির্বাচনেও বিএনপির মনোনিত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার বাবা মরহুম মৌলভী শাহাবুদ্দিন আহামদ সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, ঢাকার বাসা থেকে রাতে মরদেহ নিজ গ্রাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম বাঁশদি গ্রামে নিয়ে যাওয়া হবে। পরে সেখানে মরহুমের জানাযা ও দাফনের পারিবারিকভাবে সিদ্ধান্ত হবে। এদিকে সাবেক এ সাংসদের ইন্তেকালে পৃথক শোক বার্তায় প্রকৌশলী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারেক রহমান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শণের বলিষ্ঠ অনুসারী মরহুম শামসুদ্দিন আহমেদ নিজ এলাকায় একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের মানুষ। জনকল্যানের মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন বলেই তিনি এলাকাবাসীর নিকট ছিলেন পরম আপনজন। তিনি আরও বলেছেন, ‘মরহুম শামসুদ্দিন আহমেদ পিডিবি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে তিনি পেশাগত জীবনে সুনাম অর্জন করেছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন বলেই বিএনপি’র রাজনীতিতে যোগ দিয়ে তাঁর নিজ এলাকায় দলকে শক্তিশালী করেছিলেন এবং আমৃত্যু দলের সকল কর্মসূচি স্থানীয় ভাবে সফল করতেন। তিনি সংকীর্ণ মনোভঙ্গি নিয়ে রাজনীতি করতেন না, তাঁর রাজনীতির মূল লক্ষ্যই ছিল সমাজসেবা। সেজন্য ময়মনসিংহবাসীর নিকট তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’ অপর এক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মরহুম ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ ছিলেন একজন কর্তব্যপরায়ণ এবং আদর্শনিষ্ঠ ব্যক্তি। তিনি পেশাগত জীবনে যে সাফল্যের স্বাক্ষর রেখেছেন তা ময়মনসিংহবাসী কোন দিন বিস্মৃত হবে না। বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ পেশাগত জীবন শেষে রাজনীতিতে অংশ নিয়ে নিজের সুনাম অক্ষুন্ন রেখেছিলেন। দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে তিনি নিজ এলাকায় যে সাহসী ভূমিকা পালন করেছেন তা নি:সন্দেহে প্রশংসার দাবিদার। SHARES অপরাধ বিষয়: