‘গান বাংলা’ দখলের অভিযোগে তাপস-মুন্নীসহ ৫ জনের নামে মামলা

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪

 

বেসরকারি টেলিভিশন ‘গান বাংলার’ মালিকানা দখলের অভিযোগে ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও চেয়ারম্যান (তাপসের স্ত্রী) ফারজানা মুন্নীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ২৫ নভেম্বর ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম ছানাউল্ল্যাহর আদালতে মামলাটির আবেদন করেন সৈয়দ শামস উদ্দিন আহমেদ। বিচারক আবেদনটি আমলে নিয়ে সেটি মামলা হিসেবে গ্রহণ করতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন রবি শংকর মৈত্রী, এম আমানুল্লাহ খান (চঞ্চল খান), সৈয়দ নাবিল আশরাফসহ অজ্ঞাতনামা আরও ৪ জন।

গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোক্তার বলেন, অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে গত ৩ ডিসেম্বর আদালতে পাঠানো হয়। ওইদিন শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম শরীফুর রহমান মামলাটি তদন্ত করে আগামী ১ জানুয়ারি প্রতিবেদন দেওয়ার দিন ঠিক করে দেন।

মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, মামলাটি এখন তদন্তাধীন আছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করব।

এর আগে ৩ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৪ নভেম্বর তাকে কারাগারে পাঠান আদালত।

সারাদেশ/আবির