শ্রমিকনেতা গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় ট্রাক চালক-মালিক সমিতির সদস্যসচিব শামীমকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন নেতাকর্মী ও পরিবহন শ্রমিকরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে শহরের মন্ডলপাড়া এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এ সময় শামীমকে মুক্তি না দিলে অবরোধ চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দেন শ্রমিকরা।

এর আগে, বুধবার রাতে শামীমকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির বলেন, ‘‘সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’’

সারাদেশ/আবির