প্রধান শিক্ষক দোলন রায়ের পরলোক গমন, শোক প্রকাশ ও শ্রদ্ধার্ঘ নিবেদন The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪ অনলাইন ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার গচিয়া শামসুদ্দিন সিকন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলন রায় তালুকদার মারা গেছেন। শুক্রবার (২ নভেম্বর) রাত আড়াইটার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যদের মাঝে। প্রধান শিক্ষক দোলন রায়ের এমন অকাল মৃত্যুতে বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার সকালে শোক ও শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। পরে মৃতদেহ উপজেলার রাজানগরে তাঁর মামার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে প্রধান শিক্ষক দোলন রায় অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলী আহম্মদ খান বলেন- ‘প্রধান শিক্ষক দোলন রায় ছিলেন একজন বিচক্ষণ ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব। ছাত্র-ছাত্রীদের জন্যও তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। তাঁর মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক বিধু বিশ্বাস বলেন- ‘হঠাৎ এমন খবর শুনে আমি বিশ্বাস করতে পারিনি তিনি (দোলন রায়) মারা গেছেন। ঈশ্বর তাঁর পরিবারের সবাইকে ধৈর্য ধরার ক্ষমতা দিন।’ সহকারী শিক্ষক (গণিত) প্রনব তালুকদার এক ফেসবুক পোস্টে লেখেন, বাবু দোলন রায় তালুকদার স্যার ইহলোক…পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করছি। স্যারের অভাব অপূরণীয়, তিনি ছিলেন ছায়ার মতো, স্যার যেন স্বর্গবাসী হোন, তাই আমরা সবাই স্যারের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।’ উল্লেখ্য, দোলন রায় তালুকদারের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায়। তিনি ১৯৯৪ সালের পহেলা নভেম্বর গচিয়া শামসুদ্দিন সিকন্দর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: