স্কটল্যান্ডকে ১২০ রানের টার্গেট দিলো বাংলাদেশ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের ব্যাটিংটা প্রত্যাশা মতো হলো না। আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৯ রান করে তারা। গড় রান রেট ৫.৯৫! জিততে স্কটল্যান্ডকে করতে হবে ১২০ রান। এই ম্যাচে জয় পেলে ১০ বছর পর বিশ্বকাপে জয় পাবে বাংলাদেশ। সবশেষ ২০১৪ বিশ্বকাপে জিতেছিল টাইগ্রেসরা। এরপর আর জয় পাওয়া হয়নি তাদের। ব্যাট করতে নেমে ২৬ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১ চারে ১২ রান করে ফিরে যান মুর্শিদা খাতুন। এরপর সাথী রানী ও সোবহানা মোস্তারি দলীয় সংগ্রহকে ৬৮ পর্যন্ত নিয়ে যান। এই রানে সাথী ফিরেন ৩২ বলে ৩ চারে ২৯ রান করে। ক্রীড়াঙ্গন/আবির SHARES প্রচ্ছদ বিষয়: