সেন্সর বোর্ডে এক মাসে দেখা হয়নি কোনো সিনেমা! The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৪ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে দীর্ঘ একমাস সিনেমা প্রদর্শিত হচ্ছে না। সর্বশেষ গত ২৮ জুলাই তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়। এর পরে আর কোনো সিনেমা সেন্সর বোর্ড দেখেনি বলে সেন্সর সূত্রে জানা যায়। সূত্র জানায়, গত এক মাসে একটি মাত্র সিনেমা সেন্সর বোর্ডে জমা পড়েছে। গত ১ আগস্ট বিপ্লব হায়দার পরিচালিত ‘ভয়াল’ সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে রদবদল শুরু হয়। ফলে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের পুনর্গঠন হবে বলে শোনা যাচ্ছে। সূত্র জানিয়েছে আগামী সপ্তাহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এমন একটি নির্দেশনা আসতে পারে। ধারণা করা হচ্ছে, নতুন বোর্ড গঠনের পর সেন্সর বোর্ডে সিনেমা প্রদর্শন শুরু করা হবে। অন্যদিকে দীর্ঘদিন আটকে থাকা সিনেমাগুলোও পুনরায় সেন্সর বোর্ডে জমা দেবেন বলে নির্মাতারা জানিয়েছেন। বিনোদন/আবির SHARES সারা দেশ বিষয়: