কাজের মাধ্যমে যোগ্যতার পরিচয় দেবেন সিলেটের নবাগত এসপি

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৪

 

কথা নয়, নিজের কাজের মাধ্যমে যোগ্যতার পরিচয় দেবেন বলে জানিয়েছেন সিলেটের নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)। তিনি বলেন, আমি কেমন মানুষ বা কেমন ব্যক্তি তা বিচার বিশ্লেষণ করবেন আপনারা। আগে কোনো আশ্বাস দিতে চাই না আমি কি করবোবিা করতে পারবো। কাজের মাধ্যমে আমি আমার যোগ্যতার পরিচয় দিতে চাই।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল চারটার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী দেশে সুশাসন প্রতিষ্ঠা করা। আমি আমার জায়গা চেষ্টা করবো সুশাসন প্রতিষ্ঠা ও আন্তরিকতার সাথে সকলকে সেবা প্রদানের জন্য। এসময় তিনি অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

মতবিনিময় সভায় সিলেটের নবাগত এসপি আব্দুল মান্নান পেশাগত দায়িত্ব পালনে ও অপরাধ দমনে সাংবাদিক, সহকর্মী ও অংশীজনের সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় তিনি সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা করে সিলেটের আপামর সাধারণ মানুষের সৌজন্যতাকে বিশেষভাবে মূল্যায়ন করেন। সভায় সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার (১০ জুলাই) কর্মস্থলে যোগ দিয়েছেন পুলিশ সুপার আব্দুল মান্নান।

আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। এর আগে তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে কাজ করেছেন। এছাড়াও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা।

সিলেট/আবির