প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪

সুনামগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা ও সামগ্রীসহ মাদক সম্রাট হিসেবে পরিচিত মো. আসাদুজ্জামান ওরফে পংকজ ও তার সহযোগিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।

তিনি জানান, রবিবার রাত ১০ টার দিকে শহরের বড়পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী ও জেলার মাদক সম্রাট হিসেবে খ্যাত পৌর শহরের আরপিন নগর এলাকার আব্দুল আলীর খ্যাত মো. আসাদুজ্জামান ওরফে পংকজ (৩৪) ও তার সহযোগী শহরের মোহাম্মদপুর এলাকার মৃত আনোয়ার মিয়া ছেলে মনোয়ার হোসেন উজ্জল (২৫)কে গ্রেপ্তার করা হয়।

এসময় আসামী আসাদুজ্জামান ওরফে পংকজ ঘর তল্লাসী করে ৩ পিস ইয়াবাসহ ইয়াবা সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, আসাদুজ্জামান ওরফে পংকজ এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এবারও সুনামগঞ্জ সদর থানায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সিলেট/আবির