৯৯৯-এ বানভাসিদের হাজার ফোন

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুন ২১, ২০২২

 

আকস্মিক বন্যায় উদ্ধার, ত্রাণসামগ্রী এবং জরুরি চিকিৎসাসেবা সংক্রান্ত সেবা চেয়ে ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত চার দিনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছেন অসহায় হয়ে পড়া প্রায় এক হাজার বানভাসি।
সোমবার ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, সিলেট ও সুনামগঞ্জ ছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, নেত্রকোনাসহ বন্যাকবলিত বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্তরা গত কয়েকদিন ধরেই জরুরি প্রয়োজনে ফোন করছেন। বেশিরভাগ পানিবন্দি মানুষ ৯৯৯-এ ফোনে বাসা থেকে উদ্ধারের জন্য, জরুরি চিকিৎসাসেবা ও ত্রাণ সামগ্রী সংক্রান্ত কারণে ফোন দিয়েছেন।

তিনি আরো বলেন, গত ১৬ জুন থেকে আজ ২০ জুন পর্যন্ত চারদিনে প্রায় এক হাজার বানভাসি মানুষ ৯৯৯-এ ফোনে সহায়তা চেয়েছেন। আমরা ফোনকলগুলো সংশ্লিষ্ট জেলা প্রশাসনের জরুরি উদ্ধার টিম, সেনাবাহিনীর টোল ফ্রি নম্বর ও সংশ্লিষ্ট উদ্ধার অভিযানে অংশ নেয়াদের কাছে ফরোয়ার্ড করেছি।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সোমবারের তথ্য অনুযায়ী, দেশের ১১টি জেলা বন্যাকবলিত হয়েছে। সোমবার সকালে ৯টি নদ-নদীর পানি ১৯টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সিলেট/আবির