৫০ ওভারও খেলতে পারলো না পাকিস্তান The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৩ বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৭১ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাট করে ৪৬ ওভার ৪ বলে ২৭০ রানে অলআউট হয় পাকিস্তান। টস জিতে ব্যাট করতে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ৩৮ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। এরপর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন অধিনায়ক বাবর আজম। ৪৮ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৮৬ রানে ২৭ বলে ৩১ রান করে আউট হন রিজওয়ান। তার বিদায়ের পর ক্রিজে আসা ইফতিখার আহমেদকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন বাবর। তবে দলীয় ১২৯ রানে ৩১ বলে ২১ রান করে আউট হন ইফতিখার। সাবলীল ব্যাটিংয়ে অর্ধশতক পূরণ করেন পাক অধিনায়ক। তবে এরপরেই সাজঘরে ফিরে যান বাবর। দলীয় ১৪১ রানে ৬৫ বলে ৫০ রান করেন তিনি। এরপর শাদাব খান ও সৌদ শাকিল মিলে ৮৪ রানের জুটি গড়েন। তবে দলীয় ২২৫ রানে ৩৬ বলে ৪৩ রান করে আউট হন শাদাব। শাদাবের বিদায়ের পর পর অর্ধশতক পূরণ সাজঘরে ফিরে যান শাকিল। ৫২ বলে ৫২ রান করেন তিনি। এরপর ক্রিজে এসেই আউট হন শাহিন আফ্রিদি। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ২৭০ রানে অলআউট হয় পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার পক্ষে তাবরিশ শামসি নেন ৪টি উইকেট। ক্রীড়াঙ্গন/আবির SHARES খেলাধুলা বিষয়: